About This Exhibition
বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) অল্পদিনের মধ্যেই চমৎকার এবং ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নিয়েছে। দেশলাই সংগ্রহের শখটিকে এগিয়ে নিয়ে চলা এবং দেশলাই সংগ্রাহকদের সক্রিয় রাখা এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিএমসিসি প্রতিনিয়ত নানাবিধ কর্মসূচি হাতে নিয়ে থাকে যার মধ্যে একটি হলো দেশলাই এবং লেবেল সংগ্রহ বিষয়ক বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা। প্রতিনিয়ত এরকম প্রদর্শনী আয়োজন দেশলাই সংগ্রাহকদের সক্রিয় রাখার পাশাপাশি প্রদর্শনীতে অংশগ্রহণ সংক্রান্ত অভিজ্ঞতা অর্জন এবং দেশলাই এর ইতিহাস নিয়ে পড়াশোনা এবং তথ্যান্বেষণ এর ব্যাপারে বিশেষভাবে অবদান রাখবে বলে বিএমসিসি মনে করে।
তারই ধারাবাহিকতায় ২০২১ সালের জুলাইয়ের প্রথম দিকে বিএমসিসি শুধুমাত্র বাংলাদেশের দেশলাই সংগ্রাহকদের নিয়ে আয়োজন করছে ফুল বিষয়ক দেশলাই এবং লেবেল প্রদর্শনী। সৃষ্টিজগতের অতি চমৎকার এবং মনোরম একটি নিদর্শন হল ফুল যা কোমলতা, স্নিগ্ধতা, প্রশান্তি, সৌন্দর্য এবং নির্মলতার পরিচায়ক। দ্বেষ-হিংসা-হানাহানি র বর্তমান সময়ে ফুলের দিকে তাকিয়ে ফুলের অন্তর্নিহিত নির্মলতাকে মনেপ্রাণে উপলব্ধি করে সকল সংগ্রাহক মনের পশু প্রবৃত্তি কে দমন করে উদার মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে উঠুন এটা আমাদের বিশেষ ভাবে কামনা।
বাংলাদেশের সংগ্রাহকদের জগতে দেশলাই সংগ্রহের শখটি অনেকাংশেই নতুন এবং হাতেগোনা কয়েকজন সংগ্রাহক ই দেশলাই সংগ্রহ করেন। আবার এই হাতেগোনা সংগ্রাহকেরা ইতিপূর্বে তেমন কোনো দেশলাই প্রদর্শনীতেও অংশগ্রহণ করেননি। তাই সমস্ত কিছুর ভিত্তিতে বলা যায় বাংলাদেশের দেশলাই সংগ্রাহকদের প্রদর্শনী উপস্থাপন সম্পর্কিত জ্ঞান ততটা আশানুরূপ নয় যেটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন সংগ্রাহকের প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি অন্যতম অন্তরায়।
তাই বাংলাদেশের সংগ্রাহকদের নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের সংগ্রহ চমৎকার ভাবে উপস্থাপন এবং প্রদর্শনী সংক্রান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ বিএমসিসি করে দিচ্ছে। এরকম প্রদর্শনীতে অংশগ্রহণ এর মাধ্যমে আমাদের সংগ্রাহকগণ ধীরে ধীরে পরিপক্কতা অর্জন করুন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের চমৎকারভাবে প্রতিষ্ঠা করুন এটাই আমাদের উদ্দেশ্য।
বিএমসিসির জয়যাত্রা অব্যাহত থাকুক, সকল সংগ্রাহকদের নিয়ে বিএমসিসি এগিয়ে চলুক দুর্বার গতিতে। বাংলাদেশের চমৎকার সব সংগ্রাহকের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠুক ফুল বিষয়ক এ প্রদর্শনীটি।
Comments
Post a Comment